স্পোর্টস ডেস্ক,
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি এখনও প্রায় ১০ মাস। তবে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনার ঝড় তুলেছে আসরটি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, উত্তর আমেরিকার তিন আয়োজক দেশ— যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের জন্য ইতোমধ্যে এক মিলিয়নের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে জানান, ২১২টি দেশ থেকে সমর্থকেরা প্রি-সেল পর্যায়েই টিকিট কিনেছেন। তিনি বলেন,
> “প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস্য। এটি প্রমাণ করে যে ইতিহাসের সবচেয়ে বড় ও সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক বিশ্বকাপ ইতোমধ্যেই বিশ্বজুড়ে ভক্তদের মন জয় করে নিয়েছে।”
ফিফার তথ্য অনুযায়ী, টিকিটের চাহিদায় আয়োজক তিন দেশের পরেই রয়েছে ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স। এর মধ্যে বিশেষভাবে আর্জেন্টিনার ম্যাচগুলো দেখতে ভক্তদের আগ্রহ সবচেয়ে বেশি।
সংস্থাটি আরও জানিয়েছে, আগামী ২৭ অক্টোবর থেকে টিকিট বিক্রির দ্বিতীয় ধাপ শুরু হবে।
এ পর্যন্ত ৪৮ দলের মধ্যে ২৮ দল বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে, যার মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও রয়েছে। ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্ব এখনো চলমান, যেখানে এখন পর্যন্ত কেবল ইংল্যান্ড নিশ্চিত হয়েছে।
ইনফান্তিনো আরও বলেন,
> “আমি আনন্দিত যে উত্তর আমেরিকায় আয়োজিত এই ঐতিহাসিক বিশ্বকাপ ঘিরে ভক্তদের এমন ব্যাপক সাড়া মিলছে। এটি ফুটবল বিশ্বের জন্য এক বিশেষ অধ্যায় হতে যাচ্ছে।”