স্পোর্টস ডেস্ক,
নারী ওয়ানডে বিশ্বকাপে জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দারুণ সূচনা করলেও টানা দুই ম্যাচ হেরে এখন ঘুরে দাঁড়াতে মরিয়া নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসরা। সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি।
বিশ্বকাপের ১৩তম আসরে চমকপ্রদ সূচনা করে বাংলাদেশ। কলম্বোতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দুর্দান্ত আত্মবিশ্বাসে টুর্নামেন্ট শুরু করে টাইগ্রেসরা। টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৩৮.৩ ওভারে মাত্র ১২৯ রানে অলআউট হয় বাংলাদেশের বোলারদের দাপটে।
জবাবে অভিষেক ওয়ানডেতে নামা ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক খেলেন অনবদ্য ইনিংস—৭৭ বলে ৫৪ রান, যেখানে ছিল ৮টি চমৎকার বাউন্ডারি। তাঁর ব্যাটে ভর করেই ১১৩ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ।
তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ লড়াই করেও ৪ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত ম্যাচটিতে শেষ পর্যন্ত জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় জ্যোতি বাহিনীর। এরপর তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ১০০ রানের বড় ব্যবধানে পরাজিত হয় টাইগ্রেসরা।
নিউজিল্যান্ড ম্যাচ থেকে দলের শেখার অনেক কিছু আছে বলে মনে করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাঁর ভাষায়,
“আমরা কিছু ভুল করেছি, কিন্তু এগুলো থেকেই পরের ম্যাচে আরও শক্তভাবে ফিরব।”
ওয়ানডেতে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। এর মধ্যে মাত্র ৩ বার জয় পেয়েছে তারা, বাকী ১৮ ম্যাচে হেরেছে। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ।
সেই অতীত ভুলে নতুন উদ্যমে মাঠে নামছে টাইগ্রেসরা। বিশ্বকাপে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই নিগার সুলতানাদের জন্য।