ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক ,
ইতালির রোমে দুই দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের ফিউমিসিনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত রোববার (১২ অক্টোবর) ইতালির রোমে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরাম–এর ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে দেশ ত্যাগ করেন। সেদিন বেলা ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি রোমের উদ্দেশে যাত্রা করেন।
ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেখানে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন, টেকসই উন্নয়নসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত এই ওয়ার্ল্ড ফুড ফোরাম বিশ্বের নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তাদের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে ভবিষ্যতের টেকসই খাদ্যব্যবস্থা নিয়ে মতবিনিময় করা হয়। এবারের আসরটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএও সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন