ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
ঢাকা-গোপালগঞ্জ রুটে সরাসরি ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন করেছেন গোপালগঞ্জের সাধারণ মানুষ। শনিবার (১৮ অক্টোবর) সকালে গোপালগঞ্জ রেলস্টেশন প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। হাতে হাত রেখে মানববন্ধনে অংশ নেন সর্বস্তরের স্থানীয় জনগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, গোপালগঞ্জ থেকে বর্তমানে দিনে একটি ট্রেন রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় এবং রাতে সেই ট্রেনটি রাজশাহী থেকে ফিরে আসে। কিন্তু ঢাকাগামী যাত্রীদের কাশিয়ানী স্টেশনে নেমে অন্য ট্রেনে উঠতে হয়, যা সময়সাপেক্ষ ও ভোগান্তিকর। তাই গোপালগঞ্জ থেকে ঢাকায় সরাসরি এবং লোকাল ট্রেন চালুর জোর দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা ফাওজুল কবির, জামিল আহমেদ, লুৎফর রহমান মোল্লা, গোলাম রসুলসহ আরও অনেকে।
বক্তারা আরও বলেন, জেলাবাসীর দীর্ঘদিনের দাবি— দিনে এক জোড়া ট্রেন গোপালগঞ্জ-রাজশাহী রুটে চললে কয়েকটি জেলার মানুষের যাতায়াত সহজ হবে। একইসঙ্গে ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হলে এ অঞ্চলের মানুষ যেমন উপকৃত হবে, তেমনি এটি একটি লাভজনক রুট হিসেবেও প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তারা।
এ সময় বক্তারা প্রধান উপদেষ্টা ও রেল মন্ত্রণালয়ের কাছে দ্রুত এ রুটে ট্রেন চালুর আহ্বান জানান।
মন্তব্য করুন