নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ-এর স্মরণে নির্মিত ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ নিয়ে সমালোচনা ও বিতর্ক প্রসঙ্গে কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “এই স্মৃতিস্তম্ভ নির্মাণের ব্যয় নিয়ে অনেকের গাত্রদাহ ও সমালোচনা দেখেছি। অথচ অতীতে যারা ফ্যাসিবাদ কায়েমে ভূমিকা রেখেছে, তাদের স্মরণে শত কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছিল—তখন কাউকে টুঁ শব্দ করতে দেখিনি।”

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর পলাশীতে আয়োজিত ‘আগ্রাসনবিরোধী স্মৃতিস্তম্ভ নির্মাণ’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, “এই স্মৃতিস্তম্ভ নির্মাণে মাত্র ৩৯ লাখ ৫৯ হাজার টাকা ব্যয় হয়েছে। রাস্তা মেরামত ও পারিপার্শ্বিক সংস্কারসহ মোট খরচ দাঁড়াবে প্রায় ৮৫ লাখ টাকা। অথচ এই অল্প খরচের প্রকল্প নিয়েও কেউ কেউ অযথা সমালোচনায় মেতে উঠেছে। এর পেছনে নিঃসন্দেহে একটি রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করছে।”

তিনি আরও বলেন, “আমরা যখন জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ বা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নেই, তখনই কিছু গণমাধ্যম ও তথাকথিত সুশীল সমাজের সমালোচনার মুখে পড়তে হয়। অথচ আগের সরকারের সময়ে হাজার কোটি টাকা ব্যয়ে ভাস্কর্য নির্মাণে দুর্নীতি হলেও তারা নিশ্চুপ থেকেছে।”

আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, “এটা এক ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র—গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের নায়কদের আড়াল করার অপচেষ্টা। কিন্তু আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সব সময় দৃঢ় অবস্থানে থাকব।”

আবরার ফাহাদের হত্যাকাণ্ডের স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, “যেদিন আবরার শহীদ হন, সেদিন ভোরে খবর পাই। তখন আমরা কয়েকজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিলাম। দ্রুতই যোগাযোগ করে প্রতিবাদের সিদ্ধান্ত নিই। তখন এক অস্বস্তিকর পরিস্থিতি ছিল—অনেকে দ্বিধায় ছিলেন প্রতিবাদ করা যাবে কি না, কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন আবরার ‘শিবির’ কি না, যেন শিবির হলে প্রতিবাদ করা উচিত নয়!”

তিনি বলেন, “সে সময় বুয়েটের শিক্ষার্থীরা অসীম সাহসিকতা দেখিয়েছিল। তারা সিসিটিভি ফুটেজ যেন গায়েব না হয়, সে জন্য প্রশাসনিক কক্ষগুলো অবরোধ করে রেখেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজু ভাস্কর্য থেকে প্রথম মিছিল বের করে আন্দোলন শুরু করে।”

আসিফ মাহমুদ আরও জানান, “২০২০ সালে পলাশী মোড়ে প্রথম ‘আট স্তম্ভ’ নির্মাণ করা হয়েছিল, যা কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে ফেলা হয়। কিন্তু সেই স্তম্ভ মানুষের হৃদয়ে থেকে গেছে গত ছয় বছর ধরে। আজ আমরা সেই স্তম্ভ আবারও একই জায়গায় পুনর্নির্মাণ করেছি।”

তিনি বলেন, “এই আট স্তম্ভের কাঠামোর চেয়েও গুরুত্বপূর্ণ হলো এর মূলনীতি। যদি আমরা এই নীতিগুলো বাস্তবায়নে সফল হতে পারি, তাহলে সত্যিকারের স্বাধীনতা অর্জিত হবে এই ব-দ্বীপের মানুষের।”

শেষে তিনি বলেন, “জুলাইয়ের শহীদদের ত্যাগই আমাদের অনুপ্রেরণা, আর সেই অনুপ্রেরণার ধারাবাহিকতায় দাঁড়িয়েছে আবরার ফাহাদের আগ্রাসনবিরোধী লড়াই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি

1

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য প্রত্যাহারের দা

2

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

3

দুর্গাপূজা উপলক্ষে পুলিশের পরামর্শ

4

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের শুভেচ্ছা

5

লাঙ্গল প্রতীক নিয়ে চতুর্মুখী দ্বন্দ্ব

6

সম্পাদকীয়: মানুষের জীবন তাহার কর্মফলেরই ধারাবাহিকতা

7

যে ৬ উপায়ে ফোনের ব্যাটারি ভালো রাখবেন

8

যেসব চাকরিতে এআই মানুষের বিকল্প হতে পারবে না

9

গোপালগঞ্জে শিশুর লাশ উদ্ধার, স্কেটিং জুতা না পেয়ে অভিমানে আত

10

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

11

পদ্মার ভাঙনে বিলীন ফসলি জমি ও শ্মশানঘাট

12

রোজা শুরু হতে আর কত দিন বাকি, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

13

বিসিবির নতুন পরিচালক হলেন রুবাবা দৌলা

14

পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য একাদশ ঘোষণা করল বাংলাদেশ

15

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ও তার স্ত্রী সহ গ্র

16

গোপালগঞ্জে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

17

যে কারণে শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো

18

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

19

জাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল

20