প্রযুক্তি ডেস্ক,
ভিডিওর মান উন্নত করার দৌড়ে নতুন অধ্যায় যোগ করল ইউটিউব। জনপ্রিয় এই ভিডিও প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন ফিচার ‘সুপার রেজোলিউশন’। এই ফিচারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিম্নমানের বা ঝাপসা ভিডিও আরও স্পষ্ট ও উচ্চমানের করা যাবে।
ইউটিউব জানায়, ‘সুপার রেজোলিউশন’ পুরোনো কিংবা কম রেজুলিউশনের ভিডিওগুলোকে এআই-এর মাধ্যমে নতুন করে প্রক্রিয়াজাত করে স্বচ্ছতা ও তীক্ষ্ণতা বাড়িয়ে তোলে। ফলে আগের ভিডিওগুলো পুনরায় আপলোড করার প্রয়োজন হবে না।
প্রতিষ্ঠানটি জানায়, বর্তমানে ১০৮০পি’র নিচের রেজুলিউশনের ভিডিওগুলোকে এইচডি মানে উন্নীত করার কাজ শুরু হয়েছে। ভবিষ্যতে এতে 4K সাপোর্টও যুক্ত করা হবে।
প্রযুক্তিবিদরা বলছেন, এই ফিচারটি ইউটিউবের সর্বাধুনিক এআই টুলগুলোর একটি, যা ভিডিওর দৃশ্যমানতা ও মান বৃদ্ধি করে দর্শকদের অভিজ্ঞতা আরও উন্নত করবে। কিছু রিপোর্টে বলা হয়েছে, এই ফিচার ব্যবহার করে ১০৮০পি’র নিচের ভিডিওগুলোকে প্রায় 4K মানের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব। তবে আপাতত ইউটিউব এইচডি উন্নয়ন সাপোর্টই দিচ্ছে।
ব্যবহারকারীরা চাইলে সেটিংস থেকে নিজেই ফিচারটি এনেবল (Enable) করতে পারবেন। আর উন্নত ভিডিওগুলোর পাশে ‘Super Resolution’ লেবেল দেখা যাবে, যাতে সহজেই বোঝা যায় কোন ভিডিওগুলো আপগ্রেড করা হয়েছে।
সূত্র: জিও নিউজ
মন্তব্য করুন