নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া, গৃহবধূর আত্মহনন

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বামীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে অভিমানে নিজের শরীরে আগুন দিয়ে ঝর্ণা বেগম (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পিঞ্জুরী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

ঝর্ণা বেগম ওই গ্রামের আমেরিকা প্রবাসী হাফেজ সিদ্দিকুর রহমান তালুকদারের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। বড় ছেলে হাফেজ সাকিব তালুকদার (১৮) মায়ের সঙ্গে বাড়িতেই থাকতেন, আর ছোট ছেলে ইউসুফ তালুকদার (১০) বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামের একটি মাদরাসায় পড়াশোনা করছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন ঝর্ণা বেগমের স্বামী। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই মোবাইলে ঝগড়া হতো। ঘটনার দিন সকালেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে অভিমানে ঝর্ণা বেগম নিজ ঘরের দরজা বন্ধ করে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী শাওন বলেন, “হঠাৎ কাকির রুম থেকে ধোঁয়া বের হতে দেখি। জানালার কাচ ভেঙে দেখি ঘরে শুধু ধোঁয়া আর মাংস পোড়ার গন্ধ। পরে সবাই মিলে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি, তিনি সম্পূর্ণ দগ্ধ হয়ে পড়ে আছেন।”

ঝর্ণা বেগমের ছেলে হাফেজ সাকিব তালুকদার জানান, “বাবা ১০ বছর ধরে আমেরিকায় আছেন। গত বছর সর্বশেষ দেশে এসেছিলেন। আমাদেরও আমেরিকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। পাসপোর্ট বাবা সঙ্গে নিয়েছেন। আমি ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছি। শেষ হলেই আমাদের যাওয়ার কথা ছিল। কিন্তু মা কেন এমন করলো, বুঝতে পারছি না।”

স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদার বলেন, “ঝর্ণা বেগম এলাকায় অত্যন্ত সহযোগিতাপরায়ণ ছিলেন। পুরো পরিবারটি সবার কাছে প্রিয়। এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

ওসি খন্দকার হাফিজুর রহমান আরও বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে এবং চেহারা বিকৃত হয়ে গেছে। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও পাওয়া যায়নি। ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২৭৮ কেজি ওজনের কুমড়া উৎপাদন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

1

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা

2

মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ডোনাল্ড ট্রাম্প

3

বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধা

4

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

5

গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

6

গোপালগঞ্জে রাজিব পরিবহনের বেপরোয়া চালনা: একজনের প্রাণহানি

7

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নিচ্ছে

8

গোপালগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

9

ওয়াই-ফাইয়ের রেডিয়েশন থেকেও হতে পারে ভয়াবহ রোগ

10

দুই প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বিএনপি-জামায়াত

11

পেছাল চাকসু নির্বাচন

12

পরিচালক নয়, সভাপতি হয়েই বিসিবিতে ফিরতে চান তামিম

13

অবশেষে রাকসু নিয়ে মিলেছে স্বস্তির খবর

14

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

15

পানি পান করার এই ৪টি ভুল থেকে সাবধান, হতে পারে স্বাস্থ্যঝুঁক

16

গোপালগঞ্জে জীবিকার নতুন উৎস লাক্ষা পোকার ‘রজন’

17

উলপুর ইউনিয়নের কুখ্যাত চাঁদাবাজ আলমগীর ফকির গ্রেফতার: এলাকায়

18

যেসব কারণে মিষ্টি বেশি খেতে মন চায়

19

ডাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের মৃত্যু

20