ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক | ৯ অক্টোবর ২০২৫
গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মুকসুদপুর রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি তখন বেনাপোল থেকে ঢাকাগামী পথে ছিল।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মোস্তফা কামাল) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সন্ধ্যার সময় ওই নারী রেললাইন পার হচ্ছিলেন। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা আন্তঃনগর ৮২৭ আপ রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।”
ওসি আরও জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের খণ্ড-বিখণ্ড অংশ উদ্ধার করেছে। বিষয়টি রাজবাড়ী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”
মন্তব্য করুন