ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
জাতীয় নির্বাচনে প্রার্থী হতে এখন থেকে আগের চেয়ে আড়াই গুণ বেশি জামানত জমা দিতে হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থীদের জামানতের পরিমাণ ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
তিনি জানান, প্রার্থীদের দেশি-বিদেশি সব উৎস থেকে আয় ও সম্পত্তির পূর্ণ বিবরণ এফিডেভিট আকারে জমা দিতে হবে এবং তা অনলাইনে প্রকাশ করা হবে।
আইন উপদেষ্টা আরও বলেন, “নির্বাচনী জোট হলেও প্রতিটি প্রার্থীকে নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে।” এই বিধানসহ গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
সংশোধিত খসড়ায় আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে সশস্ত্র বাহিনীর সদস্যরাও পুলিশের মতো ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন; এজন্য আলাদা কোনো নির্দেশনার প্রয়োজন হবে না।
আরপিওর অন্যান্য পরিবর্তনের মধ্যে রয়েছে—
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধান বিলুপ্ত করা হয়েছে।
বিভিন্ন মামলায় পলাতক ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না।