ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
সুস্থতা, শতভাগ তারুণ্য এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি এলাকার খানাপাড়া গ্রামে অনুষ্ঠিত হলো ৮ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) সকাল ৭টায় খানাপাড়া নর্দান ক্লাবের উদ্যোগে এবং স্থানীয়দের সহযোগিতায় এ প্রতিযোগিতা আয়োজন করা হয়।
আয়োজকদের মতে, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক থেকে দূরে রাখা ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতায় এলাকার উল্লেখযোগ্য সংখ্যক তরুণ অংশগ্রহণ করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে রাহিভ সরদার প্রথম স্থান অর্জন করেন। নয়ন সদ্দার দ্বিতীয় স্থান এবং মাহিম চৌধুরী তৃতীয় স্থান অধিকার করেন।
খানাপাড়া নর্দান ক্লাবের আয়োজকরা জানান,
“তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে নিয়মিতভাবে এমন ক্রীড়া কার্যক্রম চালিয়ে যেতে চাই। খেলাধুলা শুধু শরীর সুস্থ রাখে না, চরিত্র ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
স্থানীয়দের মত, এ ধরনের আয়োজন এলাকার যুবসমাজকে ইতিবাচক কাজে যুক্ত করবে এবং সমাজে একটি সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে।