ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় সাপের কামড়ে সম্পা মজুমদার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সম্পা মজুমদার কালিগঞ্জ বাজারের তাপস মজুমদারের স্ত্রী। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে রান্নার জন্য জ্বালানি কাঠ আনতে গেলে অসাবধানতাবশত একটি বিষধর সাপের গায়ে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে সাপটি তাঁর ডান হাতে ছোবল দেয়। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয়দের ভাষ্যমতে, সাম্প্রতিক সময়ে ওই এলাকায় ঝোপঝাড়ে সাপের আনাগোনা বেড়ে গেছে। এ নিয়ে গ্রামবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।