প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
প্রবাসী শ্রমিকদের, বিশেষ করে রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই শ্রেণির জন্য পাসপোর্ট ফি কমানোর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (লেফটেন্যান্ট জেনারেল অবস.) বলেন, “আমরা প্রবাসী শ্রমিকদের রেমিট্যান্স যোদ্ধা হিসেবে বিবেচনা করি। তাদের জন্য পাসপোর্ট ফি কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।"
তিনি আরও জানান, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট (ই-গেট) দ্রুত চালু করার বিষয়েও আলোচনা চলছেঃ যাত্রীদের অযথা হয়রানি বন্ধ ও ইমিগ্রেশনের সেবা দ্রুততর করতে কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর কার্গো ভিলেজে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের বিষয়ে কোনো অব্যবস্থাপনা ছিল কি না তা খতিয়ে দেখার জন্য বিদেশি বিশেষজ্ঞ (ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্ক) আগেই নজর দেওয়া হয়েছে। তদন্ত করবে তারা কারণ ও দায়-দায়িত্ব নির্ধারণে সহায়তা করবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ গোপালগঞ্জ