প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2025 ইং
রশিদ খানকে টপকে রিশাদের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক,
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দীর্ঘ ১৭ মাস পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের ১৭৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের দল। আর এ জয়ের নেপথ্যে ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
মিরপুরের স্পিন সহায়ক উইকেটে পুরো সিরিজ জুড়ে দারুণ বোলিং করেছেন তরুণ এই লেগ স্পিনার। তিন ম্যাচে মোট ১২ উইকেট তুলে নিয়ে গড়েছেন দুইটি বড় রেকর্ড।
প্রথমত, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড এখন রিশাদের। এতদিন এই রেকর্ড ছিল আফগানিস্তানের রশিদ খানের, যিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১১ উইকেট শিকার করেছিলেন। এবার রশিদকে ছাড়িয়ে এক ম্যাচ বেশি কার্যকর বোলিং দেখালেন রিশাদ।
এছাড়া বাংলাদেশের হয়েও নতুন মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দেশের হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্পিনারদের সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড (আরাফাত সানির ১০ উইকেট) এবার নিজের করে নিয়েছেন রিশাদ।
সিরিজের প্রথম ম্যাচে একাই ৬ উইকেট, দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট এবং তৃতীয় ম্যাচে ৩ উইকেট তুলে নিয়ে সমগ্র সিরিজজুড়ে ছিলেন বাংলাদেশ দলের জয়ের মূল নিয়ামক।
বাংলাদেশ ক্রিকেটে উঠে আসা এই নতুন লেগ স্পিনারের ধারাবাহিকতা এবং ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা দেশের স্পিন আক্রমণে নতুন স্বস্তি ও ভবিষ্যতের বড় আশা জাগিয়ে তুলেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ গোপালগঞ্জ