প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2025 ইং
সেন্টমার্টিনে রাতযাপনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রিজওয়ানা হাসান
  
    
    
    
ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
সেন্টমার্টিন দ্বীপে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকরা রাতযাপন করতে পারবেন কিনা— এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,
“পর্যটকরা ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন। তবে সেখানে তারা রাতযাপন করতে পারবেন কি না— সে বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি আরও বলেন, সরকার পরিবেশ সংরক্ষণ ও পর্যটনের ভারসাম্য রক্ষায় সচেষ্ট। সেন্টমার্টিনের নাজুক পরিবেশ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সেন্টমার্টিন দ্বীপে পর্যটন কার্যক্রম গত ৯ মাস ধরে বন্ধ রয়েছে। এতে পর্যটকবাহী জাহাজ চলাচলও বন্ধ হয়ে যায়, যার ফলে বিপাকে পড়েছেন দ্বীপের স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।
 
    
        
       © সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ গোপালগঞ্জ