স্পোর্টস ডেস্ক,
আগামী মাসে ইউরোপে দুটি প্রীতি ম্যাচ খেলতে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আফ্রিকার দুই শক্তিশালী দল সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, আগামী ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে এবং ১৯ নভেম্বর ফ্রান্সের পিয়েরে-মাউরি স্টেডিয়ামে তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
সিবিএফের বিবৃতিতে বলা হয়েছে, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আফ্রিকান দলের বিপক্ষে খেলোয়াড়দের অভিজ্ঞতা ও প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যেই এই দুটি ম্যাচের আয়োজন করা হয়েছে। দুই বছর আগে লিসবনে সেনেগালের বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচে ৪-২ গোলে পরাজিত হয়েছিল ব্রাজিল।
বিশ্বকাপ বাছাই পর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলা শেষে ইতোমধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলেছে সেলেসাওরা। গত ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানে জয় পেলেও, ১৪ অক্টোবর জাপানের মাঠে অনুষ্ঠিত চ্যালেঞ্জ কাপে ৩-২ গোলে হেরে যায় তারা।
বিশ্বকাপের আগে প্রতিটি ম্যাচই এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য। দলের সেরা একাদশ নির্ধারণ, ছন্দ খুঁজে পাওয়া এবং নতুন কৌশল পরখের সুযোগ হিসেবেই দেখা হচ্ছে এই প্রীতি ম্যাচগুলোকে। সর্বশেষ জাপান ম্যাচে একাধিক তরুণ খেলোয়াড়কে মাঠে নামিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন কোচ আনচেলত্তি। ইউরোপে আসন্ন দুটি ম্যাচেও তেমনই কিছু দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।