অর্থনীতি ডেস্ক,
বাংলাদেশের জন্য বড় সুখবর এসেছে যুক্তরাজ্য থেকে। দেশটির বাজারে ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশের পণ্য সম্পূর্ণ শুল্কমুক্ত প্রবেশাধিকার বজায় থাকবে বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ব্যারোনেস উইন্টারটন বলেন, “বাংলাদেশ যুক্তরাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পরও যেন বাংলাদেশ তার রপ্তানি প্রতিযোগিতা বজায় রাখতে পারে, সেজন্য ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত প্রবেশাধিকার অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে অবকাঠামো, সবুজ জ্বালানি, প্রযুক্তি ও শিক্ষা খাতে নতুন অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হবে, যা আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রার নতুন অধ্যায়। এই পরিবর্তনের সুযোগ কাজে লাগাতে যুক্তরাজ্যের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এসময় তিনি যুক্তরাজ্যের প্রতিনিধিদলকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অগ্রগতি সম্পর্কেও অবহিত করেন এবং জানান, সরকার দ্রুত সময়ের মধ্যে টার্মিনালটি চালুর জন্য কাজ করছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান।